দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস আগামীকাল বুধবার। ২৫ বছর আগে কনকনে শীতের রাতে হিলি রেল স্টেশনে দেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মারা যান ২৭ জন।
রেলওয়ে একতা ক্লাবের সভাপতি মাসুদ রানা জানান, আজও আহত ও নিহতের পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। এমনকি আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির সেই প্রতিবেদন।
দিনটি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে কালো ব্যাচ ধারণ ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল করা হবে।
মাসুদ রানা জানান, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে রেল ক্রসিংয়ের উদ্দেশ্যে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন। ওই সময়ে একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন।
এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুটি ট্রেনের। এসময় দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়েমুচড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই