নীলফামারীর ডোমার উপজেলায় ৫০০ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পালের সভাপতিত্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়, ক্লাবের সদস্য লায়ন ইউসুফ আলী খান, ইঞ্জিনিয়ার আকরাম, মো. আকবর, কেএম আক্তার, মিজানুর রহমান, মোর্শেদ হোসেন ও সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই