নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নয়াআটি মুক্তিনগর এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরু অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী জুয়েল বলেন, দীর্ঘ দিন যাবৎ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা করে আসছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। এরা স্থানীয় যুবক ও উঠতি তরুণদের মাদকসহ বিভিন্ন অপর্কমে লিপ্ত করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত পরশুদিন ইভটিজিংকে কেন্দ্র করে একই এলাকার দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। আরেক পক্ষ মানববন্ধন করেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হলে আমরা ব্যবস্থা নিব।
বিডি প্রতিদিন/আল আমীন