লোকসানের দায় শ্রমিকদের না চাপিয়ে দুর্নীতিবাজ আমলাদের বিচার, চিনিকল বন্ধ নয়, চালু রাখা ও আধুনিকায়নসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সুগারমিল চত্বরে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দ্রীয় কমিটির সিপিবি’র নেতা ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতা আব্দুল্লাহ ক্বাফী রতন, বজলুর রশীদ, আনছার আলী দুলাল, নজরুল ইসলাম, শেখর রায়, দীপক রায়, শহীদুল ইসলাম সবুজ ও অন্যরা।
পথ সভায় তারা বলেন, দুর্নীতিবাজ আমলাদের কারণে আজ রাষ্ট্রীয় চিনিকল বন্ধ করা হচ্ছে। মিলগুলোকে আধুনিকায়ন করে লোকসানের হাত থেকে রক্ষাসহ আখ চাষিদের ন্যায্যমূল্যে সার, কীটনাশক সরবরাহ করতে হবে।
এছাড়া বিভিন্ন দাবী তুলে চিনিকল রক্ষার পরার্মশ দেন। এভাবে চিনিকলগুলো বন্ধ করা হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
বিডি প্রতিদিন/আবু জাফর