ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে সোমবার রাতে দুটি টিনের ঘরে আগুন লেগে মো. সোহাগ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহাগ মধ্যম অলিপুর গ্রামের মৃত ছালে আহম্মেদেরে ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুটি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে এনে চলে যায়। সকালে উৎসুক লোকজন পোড়ার স্তুপের নীচ থেকে সোহাগের পোড়া লাশ দেখতে পায়।
ফেনী ফায়ার সাার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাতে ঘরের ওই যুবকের পোড়া রাশ তাদের চোখে পড়েনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার