চুয়াডাঙ্গা জেলার ঐহিত্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘লোকমোর্চা’র সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ওয়েভ ট্রেনিং সেন্টারে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আকবর আলীকে সভাপতি ও পারভীন লাইলা মালিককে সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার কমিটি গঠনের আগে লোকমোর্চার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আকবর আলী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সহসভাপতি অ্যাডভোকেট বেলাল হোসেন ও তানজিলা মিনি, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লাইল মালিক প্রমুখ। সভায় লোকমোর্চার জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, নাবিলা ছন্দা, শাহিনা খাতুন ও শরিফুল আলম বিলাস, যুগ্ম সম্পাদক আশরাফ বিশ্বাস মিল্টু ও ইসলাম রকিব, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল কাদির, সহসাংগঠনিক সম্পাদক মেহেরাব্বিন সানভী, প্রচার সম্পাদক মীর রাহাতুল্লাহ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন জোয়ার্দ্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজির আহম্মেদ, পরিবেশ সম্পাদক জামান আখতার, আইন সম্পাদক অ্যাডভোকেট নাসিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা। সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন ও আবু বক্কর।
বিডি প্রতিদিন/আল আমীন