পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরণ মজুমদার হত্যা মামলায় তিনজন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলো- দিপঙ্কর রায়, খোকন সেখ ও নুরুল ইসলাম সেখ। এ ছাড়া মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
সরকার পক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান, মামলায় মোট ৭ জন আসামি ছিল। মোট ২৩ জন স্বাক্ষী এ মামলায় স্বাক্ষ্য প্রদান করে। ফাঁসির দন্ডপ্রাপ্ত ১নং আসামি পূর্বেই জামিনে বের হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিথিতে বিচারক জেলা ও দায়রা জজ ফাঁসির আদেশ দেন। বাকি ৬ আসামী রায়ের সময় উপস্থিত ছিল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আহসানুল কবির বাদল ও মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, এ মামলায় আসামি দিপংকর রায় ও নুরুল ইসলাম শেখ ম্যাজিষ্ট্রেট আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার