দিনাজপুরের খানসামায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে পাল্টা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এরপর নতুন আহবায়ক কমিটি আনন্দ মিছিল বের করলে তা আগের আহবায়ক কমিটি বাধা দেয়। এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে খানসামা থানা পুলিশ ও স্থানীয় নেতাকর্মী এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সন্ধার আগে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট ছাত্রলীগের ব্যানারে নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক আবু নাসের সরকারকে বহিস্কার ও নবগঠিত কমিটি পুর্ণগঠনের দাবিতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক রেজাউল করিমের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক রাকেশ গুহ ও ৫জন যুগ্ন আহবায়কের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১, ২ ও ৪ নং ইউনিয়ন ছাত্রলীগ এবং খানসামা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, ছাত্রলীগের দু'পক্ষের ধাওয়া পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী পরিবেশ নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাই নি। এ ঘটনায় কোন অভিযোগ পেলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার