ভোলার চরফ্যাশনে এমপি জ্যাকবের দেয়া হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী মোতালেব। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।
প্রতিবন্ধী মোতালেবের বাড়ি চরফ্যশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার জন্য একটি হুইল চেয়ারের মানবিক একটি পোস্ট দেওয়া হয়।
একপর্যায়ে সেই পোস্ট ফেসবুকের বদৌলতে স্থানীয় ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নজরে আসে।
পরে দুদিনের ব্যবধানে তিনি রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাসান মিন্টুর মাধ্যমে প্রতিবন্ধীর জন্যে ঢাকা থেকে একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন।
সোমবার রাতে প্রতিবন্ধী মোতালেবের বাড়িতে হুইল চেয়ারটি এমপি জ্যাকবের পক্ষ থেকে তার কাছে তুলে দেন রসুলপুরের সাবেক চেয়ারম্যান।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মোতালেবের খুশির শেষ নেই! হুইল চেয়ার পেয়ে মোতালেবের অনুভূতি যেন আবার হাঁটতে পারবেন তিনি!
বিডি প্রতিদিন/এমআই