নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে সরকারি শিশু পরিবারের (বালক) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে শিশু পরিবারের ১০০ শিক্ষার্থী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই আনন্দ উপভোগ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বার্ষিক এই আয়োজনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আলাল উদ্দিন।
শিশু পরিবারের তত্বাবধায়ক তারেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আল আমিন হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সরকার নাসিমা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা ও রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল