খুলনার বটিয়াঘাটার মাছ বাজার থেকে ৫৩টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে ওই সুন্ধি কচ্ছপগুলো বিক্রির চেষ্টাকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নিরাপদ সরকার নামের এক ব্যবসায়ীকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। নিরাপদ সরকার ওই বাজারে মুরগির ব্যবসার আড়ালে বিভিন্ন জায়গা থেকে কচ্ছপগুলো এনে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার হেতালবুনিয়া গ্রামে।
খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী অংশ নেন। কচ্ছপগুলো সুবিধাজনক স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ