বরিশালের উজিরপুর উপজেলার সানুহার জমাদ্দার বাড়ি সংলগ্ন এলাকায় গাছ চাপায় নুরুন্নাহার অহি (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার রাতে অহির মরদেহ উদ্ধার করে উজিরপুর থানা পুলিশ। অহি ওই উপজেলার দক্ষিন সানুহার গ্রামের মৃত আব্দুল হাই ফকিরের মেয়ে।
স্থানীয় বাসিন্দা এমদাদুল কাসেম সেন্টু জানান, শনিবার দুপুরে মা পিঞ্জিরা বেগমের সাথে মহাসড়কে পাতা কুড়াতে যায় অহি। পাতা কুড়ানো শেষে মা বাড়িতে ফিরে আসে। সন্ধ্যা হয়ে গেলেও অহি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পাতা কুড়ানো স্থান জমাদ্দার বাড়ি এলাকায় অহির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মরদেহ উদ্ধারকারী উজিরপুর থানার এসআই মো. মাহাবুব জানান, অহির মরদেহের কাছেই একটি কাটা গাছ ছিল। ওই গাছটি যেভাবেই হউক অহির মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারনা করছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার