গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, ভোর রাত থেকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের কারণে সময়মতো যাত্রীরা গন্তব্য স্থলে পৌঁছাতে না পারায় ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে জাকির হোসেন নামে এক ট্রাক ড্রাইভার বলেন, আধা ঘণ্টার রাস্তা দুই ঘণ্টায় আমরা চান্দরা এসেছি। সময়মতো গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো না।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, রাস্তায় সংস্কারের কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে কাজ করছি।
বিডি প্রতিদিন/আবু জাফর