চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে একইদিন পৃথক দুটি স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে আজিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে নাচোলের নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনের ভেতর থেকে আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা দু’জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার