শিরোনাম
২১ জানুয়ারি, ২০২১ ২১:১৪

ফুলগাজীতে ইটভাটা মালিককে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

ফেনী প্রতিনিধি

ফুলগাজীতে ইটভাটা মালিককে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

ফেনীর ফুলগাজীতে শাহজাহান কবির সেলিম নামে ইটভাটার এক মালিককে মারধর করে ইট লুট করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইটবোঝাই তিনটি ট্রাক জব্দ করেছে।

ইটভাটার আরেক মালিক মিনহাজ উদ্দিন জানান, শামীম ১৫-১৬ জন লোক নিয়ে ইটভাটার মেমো বই নিয়ে যায়। এছাড়া তার সঙ্গে নিয়ে আসা লোকজনের সহযোগিতায় কয়েক ট্রাক ইট নিয়ে যান তিনি, যার পরিমাণ প্রায় ৩০-৩৫ হাজার।

এসময় বাধা দিলে শাহজাহান কবির সেলিমকে মারধর করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অভিযুক্ত শামীম চৌধুরী জানান, তিনি ওই ইটভাটা থেকে ১ লাখ ৪ হাজার ইট ক্রয় করেছেন গত বছরের ১৮ আগস্ট। যার কাগজপত্র আছে তার কাছে। দৈনিক তাকে ৫ হাজার ইট দেয়ার কথা থাকলেও তাকে দৈনিক ২-৩ হাজার ইট দেওয়া হয়।

বৃহস্পতিবার তাকে ২০ হাজার ইট দেওয়ার কথা থাকলে সেখানে তিনি লোকজন নিয়ে যান। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি। ইট না দেওয়ায় তর্ক-বিতর্ক হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর