ফেনীর ফুলগাজীতে শাহজাহান কবির সেলিম নামে ইটভাটার এক মালিককে মারধর করে ইট লুট করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইটবোঝাই তিনটি ট্রাক জব্দ করেছে।
ইটভাটার আরেক মালিক মিনহাজ উদ্দিন জানান, শামীম ১৫-১৬ জন লোক নিয়ে ইটভাটার মেমো বই নিয়ে যায়। এছাড়া তার সঙ্গে নিয়ে আসা লোকজনের সহযোগিতায় কয়েক ট্রাক ইট নিয়ে যান তিনি, যার পরিমাণ প্রায় ৩০-৩৫ হাজার।
এসময় বাধা দিলে শাহজাহান কবির সেলিমকে মারধর করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযুক্ত শামীম চৌধুরী জানান, তিনি ওই ইটভাটা থেকে ১ লাখ ৪ হাজার ইট ক্রয় করেছেন গত বছরের ১৮ আগস্ট। যার কাগজপত্র আছে তার কাছে। দৈনিক তাকে ৫ হাজার ইট দেয়ার কথা থাকলেও তাকে দৈনিক ২-৩ হাজার ইট দেওয়া হয়।
বৃহস্পতিবার তাকে ২০ হাজার ইট দেওয়ার কথা থাকলে সেখানে তিনি লোকজন নিয়ে যান। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি। ইট না দেওয়ায় তর্ক-বিতর্ক হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই