২৩ জানুয়ারি, ২০২১ ১৭:০৬

‘ঘরের চাবি না, মনে হয় ঈদের চাঁন হাতে পাইছি’

কুমিল্লা প্রতিনিধি:

‘ঘরের চাবি না, মনে হয় ঈদের চাঁন হাতে পাইছি’

তিনি মাটি কাটার শ্রমিক। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামে। তিন মেয়ে আছে। স্বামী অটোরিক্সা চালক। নিজের ঘর নাই। রোদ ঝড় বৃষ্টিতে কখনো ভাইয়ের বাড়িতে, কখনো পাড়াপড়শীর বাড়িতে মাথা গুজতেন। তবে এখন সে দুঃচিন্তা থেকে মুক্তি পেলেন। হাতে পেলেন নতুন ঘরের চাবি। ঘরের চাবি হাতে পেয়ে কেঁদে ফেলেন শাহিনা আক্তার। 

দিন মজুর ফজর আলী। তার তিন ছেলে এক মেয়ে। অভাবের সংসার। কুমিল্লা সদর উপজেলার জামবাড়ি এলাকার একজনের বাড়িতে থাকেন। নিজের ভিটেমাটি নেই। আজ নতুন ঘরের চাবি হাতে পেলেন। এ সময় ফজর আলী তার অনুভূতি ব্যক্ত করলেন, বাপজান 'এইডাতো ঘরের চাবি না মনে হয় ঈদের চাঁনডা হাতে পাইছি। এহন আর পরের বাড়িত থাহন লাগতো না। আল্লাহ প্রধানমন্ত্রী আফারে বালা রাখবো।' শনিবার ৩৫৯টি নতুন ঘরের চাবি পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করছিলেন কুমিল্লার গৃহহীন মানুষগুলো।

কুমিল্লা সদর উপজেলা পরিষদে নতুন ঘরের চাবি তুলে দেন সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড.ইমনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।

এছাড়াও সদর দক্ষিণ উপজেলায় ১৮ জনের হাতে নতুন ঘরের চাবি তুলে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন ঘরের চাবি হস্তান্তরের পরে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প হতে প্রথম পর্যায়ে ৫৯৫ টি সেমি-পাকা ঘর নির্মাণে বরাদ্দ পাওয়া গেছে, যার মধ্যে ৩৫৯টি গৃহের নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৩৬টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে আমরা তালিকা করেছি তিন হাজার ১৭২ টি পরিবারের। পর্যায়ক্রমে সবার কাছে নতুন ঘর হস্তান্তর করা হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর