২৫ জানুয়ারি, ২০২১ ২০:৫৪

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে রূপচর্চা কেন্দ্র

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে রূপচর্চা কেন্দ্র

নরসিংদীর মাধবদীতে ট্রান্সজেন্ডারদের (তৃতীয় লিঙ্গ) জীবনমান উন্নয়নে কর্মমুখী প্রকল্পে অন্তর্ভুক্তকরণের নিমিত্তে স্থাপিত পার্লার ‘ত্রিনয়ন রূপশিল্প’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার মাধবদী পৌর শহরের বড় মসজিদ রোডের ইসলাম প্লাজায় এ রূপচর্চা কেন্দ্রের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। 

এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আধুনিক রূপশিল্পে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রতœা শেখ ও মীম আক্তারকে পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসনের অর্থায়নে এ রূপচর্চা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পুনর্বাসনে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এটিই প্রথম রূপচর্চা কেন্দ্র (বিউটি পার্লার)। নরসিংদীতে সর্বমোট ২০২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে সকলকেই প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা সহকারী (ভূমি) শাহ্ আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান প্রমুখ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর