২৬ জানুয়ারি, ২০২১ ১৯:৩০

মেহেন্দিগঞ্জে কোচিং সেন্টার চালানোর দায়ে দুই শিক্ষককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

মেহেন্দিগঞ্জে কোচিং সেন্টার চালানোর দায়ে দুই শিক্ষককে জরিমানা

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারের কার্যক্রম চালানোর দায়ে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওই উপজেলার পাতারহাট বন্দরের অম্বিকাপুর তেতুলতলা এলাকায় হাতেখড়ি স্কুল এন্ড কোচিং সেন্টারে কোমলমতি শিশুদের জড়ো করা করে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এ খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে মো. হাবিবসহ দুই শিক্ষককে আটক করে। পরে তাদের দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকায় মুক্তি দেয় ভ্রাম্যমান আদালত।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর