২৮ জানুয়ারি, ২০২১ ২১:১৮

সাতক্ষীরায় দুই মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দুই মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান বহুল আলোচিত সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাহেদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। পৃথক দুটি মামলায় সাহেদ করিমের বিরুদ্ধে এ চার্জগঠন করা হয়। 

আদালতে সাহেদ করিমের আইনজীবী অ্যাড. আবু বক্কর সিদ্দিকী জানান, আদালতে সাহেদকে হাজির করা হলে শুনানি শেষে বিচারক শেখ মফিজুর রহমান ২৩ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলায় স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২০ বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সাহেদ করিমকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরারা। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব ওই দিনই অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর