দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের সবাই পাস করেছেন। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল এবং অনলাইন ক্লাসের মূল্যায়নের ভিত্তিতে এই ফল প্রকাশিত হয়।
এবার শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৮৭১ জন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। করোনার কারণে অটোপাশ প্রদান করায় দিনাজপুরের বিভিন্ন কলেজে শিক্ষার্থী শূন্য ছিল।
শনিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিনুল হক সরকার জানান, চলতি বছরে এই বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ৬৫৭টি কলেজের ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জনকে কৃতকার্য দেখানো হয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ২৯৭ জন ছাত্র ও ৭ হাজার ৫৭৪ জন ছাত্রী। গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।
গত বছরে শিক্ষার্থী ছিল ১ লাখ ২৬ হাজার ৩৭৯ জন আর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৪৯ জন। আর এবারে ৭ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী কম থাকলেও গত বছরের তুলনায় ১০ হাজার ৮২২ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।
রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৬ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯০ জন।
এছাড়াও এক হাজার ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে নীলফামারী জেলা, এক হাজার ৫৩৫ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে গাইবান্ধা জেলা, এক হাজার ১৪৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে ঠাকুরগাঁও জেলা, এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ অবস্থানে কুড়িগ্রাম জেলা, ৫১৫ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম অবস্থানে লালমনিরহাট জেলা এবং ২৯৬ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।
এবারে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৫৭৬ জন, মানবিক বিভাগে ৭৭ হাজার ৪০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী ছিল।
মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন, যা মোট শিক্ষার্থীর ১২.৫২ শতাংশ, ৪১ হাজার ৩৫৫ জন পেয়েছেন জিপিএ-৪ থেকে জিপিএ-৫, যা মোট শিক্ষার্থীর ৩৪.৮৩ শতাংশ, জিপিএ-৩.৫ থেকে জিপিএ-৪ এর মধ্যে পেয়েছেন ২৬ হাজার ৩৯৫ জন যা মোট শিক্ষার্থীর ২২.২৩ শতাংশ, জিপিএ-৩ থেকে জিপিএ-৩.৫ এর মধ্যে পেয়েছেন ১৮ হাজার ৮৫৭ জন যা মোট শিক্ষার্থীর ১৫.৮৮ শতাংশ, জিপিএ-২ থেকে জিপিএ-৩ এর মধ্যে পেয়েছেন ১৬ হাজার ৬১৫ জন যা মোট শিক্ষার্থীর ১৩.৯৯ শতাংশ এবং জিপিএ-১ থেকে জিপিএ-২ এর মধ্যে পেয়েছেন ৬৪২ জন যা মোট শিক্ষার্থীর ০.৫৪ শতাংশ।
বিডি প্রতিদিন/এমআই