কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু ঘটেছে। নিহত নারীর নাম নুরজাহান বেগম (৩৫)। তিনি রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকাল তিনটার দিকে মোটরসাইকেল যোগে নুরজাহান বেগম মোটরসাইকেল চালকসহ রৌমারী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকটর এসে সজোরে ধাক্কা দিলে চালকসহ ওই নারী রাস্তার পাশে সিটকে পড়েন। এসময় দুজনই গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে নুরজাহান বেগম মারা যান। মোটরসাইকেল চালক মজিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ ঘটনায় রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার