বরগুনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে করোনার ভ্যাকসিন প্রয়োগ বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে গতকাল কর্মশালাটি শুরু হয়। এর উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
দুই দিনব্যাপী এই কর্মশালায় জেলার ৫টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, মহামারির সময়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সম্মুখসারির যোদ্ধা। তিনি বলেন, আপনারা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কোভিড-১৯ টিকাদানে দক্ষ কর্মী হিসেবে তৈরি করবেন। আর জনগণকে বুঝাবেন এই টিকা নিলে তাদের কোনো শারীরিক সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর