চুয়াডাঙ্গায় মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
হালকা কুয়াশা থাকলেও হিমেল হাওয়া অনুভূত হচ্ছে। এ দিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/এমআই