মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস আড়তের পূর্ব ছিডারচর এলাকার অদূরে পদ্মা নদীত ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ১৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতলা মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।
এসময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ। এর আগে বুধবার ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জল নামে এক জেলের জালে বিশাল আকৃতির ওই কাতলা মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধা জানান, বুধবার সকালে ১৬০০ টাকা কেজি দরে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ তার আড়তে থেকে পাইকারী দরে বিক্রি করা হয়। তাছাড়া এখন এ মৌসুমে স্বাভাবিকভাবেই ১৬৫০-১৭০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির ভিন্ন সাইজের কাতলা বা রুই মাছ বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাছ প্রিয় ক্রেতাদের কাছে ক্রয় করা হয়। বড় ভিন্ন সাইজের কাতলা বা রুই মাছ হলে তার চাহিদাও থাকে এ মৎস আড়তে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ