জামালপুরে মেয়াদউত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তৃণমূল বিএনপির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হেসেন শাহিন, বিএনপি নেতা মোস্তফা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন অগণতান্ত্রিক কায়দায় দলকে ধ্বংশ করে দিচ্ছে। অবিলম্বে জেলা বিএনপির মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিলের দাবি জানান বক্তারা। পরে সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন