সিরাজগঞ্জ শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ফাহাদ (১৪) নামে এক স্কুলছাত্র। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু কবির হাসান হৃদয় (১৮)। বুধবার দুপুরের শহরের মালসাপাড়া কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ শহরের দিয়ারধানগড়া গ্রামের নিখিলের ছেলে ও শহরের সবুজ কানন স্কুলে এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র। আহত কবির হাসান হৃদয় শহরের মাহমুদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি ব্যাচের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুকে নিয়ে শহরের চান্দআলীর মোড় হতে বাজার স্টেশনের দিকে আসার পথে শহরের মালসাপাড়া কবরস্থানের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পর ফাহাদ মারা যায়। গুরুত্বর অবস্থায় হৃদয়কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কলেজ হৃদয়ের একটি পা বিচ্ছিন্ন হবার শঙ্কা রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় তার সহপাঠী ও স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার