চাকরি স্থায়ীকরণের দাবিতে নীলফামারীর ডোমারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে ডোমার নেসকো প্রাঙ্গণে এই অবস্থান ঘর্মঘটের আয়োজন করে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ।
সংগঠনটির উপজেলা সভাপতি উত্তম কুমারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রংপুর বিভাগীয় সভাপতি ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নীলফামারী জেলা সভাপতি এনতাজ আলী বাবু, পঞ্চগড় জেলা সভাপতি আপেল মাহমুদ, সৈয়দপুর উপজেলা সভাপতি আওলাদ হোসেন ও ঠাঁকুরগাও জেলা সভাপতি শাহাদাত হোসেন।
রংপুর বিভাগীয় সভাপতি ফারুক হোসাইন বলেন, ২৩ জানুয়ারী থেকে আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুর ও রাজশাহী বিভাগের নেসকোর সকল পিচরেট কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন