বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় ইস্রাফিল করিম ওরফে রায়হান নামে এক হোমিও ডাক্তারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী পাড়ায় এ ঘটনা ঘটে। বি-ব্লক স্ট্যান্ডে হোমিও ডাক্তার ইস্রাফিল করিম ওরফে রায়হান এর রায়হান হোমিও নামে দোকান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, হোমিও ডাক্তার রায়হান দীর্ঘদিন যাবত দোকান ও বাড়ি থেকে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রি করতো। গত দুই দিনে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে হোমিও ডাক্তার রায়হান দোকান বন্ধ করে এবং বাড়িঘরে তালা লাগিয়ে আতœগোপন করেন।
এ বিষয়ে হোমিও ডাক্তার রায়হানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ্যালকোহল বিক্রির কথা অস্বীকার করেন এবং বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন