নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনিয়া (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজা, মাদক বিক্রির ৪৮ হাজার টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। অভিযানের সময় পালিয়ে যান সোনিয়ার স্বামী মাহবুব (৩৫)।
শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অভিযানে মাদক, মাদক বিক্রির টাকা ও প্রাইভেট কারসহ সোনিয়াকে আটক করা গেলেও পালিয়ে যান তার স্বামী। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন