বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজওয়ান (২৮) নামে এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহত রেজওয়ান বগুড়ার শাজাহানপুর উপজেলার শেয়ালচাপড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করেই সম্প্রসারণ লাইন চালু হলে বিদ্যুতায়িত হন রেজওয়ান। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত অপর একজনকে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মাজাহারুল ইসলাম বলেন, ঠিকাদার কাজ করার বিষয়ে আমাদের অবহিত করেনি। তবে কাজটি ঠিকাদারের মাধ্যমে সমিতি বাস্তবায়ন করছে। তাই এ ঘটনার দায় দায়িত্ব ঠিকাদারের।
বিডি প্রতিদিন/আল আমীন