গাজীপুরের শ্রীপুরে ৬ দফা দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও শোভাযাত্রা করেছে। শুক্রবার বিকেল ৫টায় গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে তদন্ত ছাড়া বন মামলা রুজু, আর এস পর্চাকে ভিত্তি করে বনের জায়গা চিহ্নিত করা, শালবন কেটে বিদেশি বৃক্ষ রোপণ, সামাজিক বনায়নে দরিদ্রদের কথা বলে প্রভাবশালীদের বরাদ্দ দেয়া, ভূমিহীনদের বন বিভাগ কর্তৃক হয়রানি করা এবং গেজেটভুক্ত সম্পত্তির গেজেট বাতিলের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে সমবেত লোকজন বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মাস্টারবাড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন শাহীন, অধ্যাপক এমদাদুল হক, সাংবাদিক রিপন আনসারী, ব্যবসায়ী কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর জেলার সকল প্রকার গেজেটভুক্ত সম্পত্তির গেজেট বাতিল করতে হবে। সিএস, এস এ পর্চায় জমির মালিক হয়েও ভুলক্রমে আর এস পর্চায় বনের নামে উঠানো হয়েছে। এতে বনের লোকজন জমির মালিকদের জমিতে সকল প্রকার কাজকর্মে বাধা প্রদান করছে। এমনকি কোনো প্রকার তদন্ত ছাড়াই বনের মিথ্যা মামলায় সাধারণ মানুষদের অভিযুক্ত করে হয়রানি করছে। এছাড়াও কৌশলে প্রাকৃতিকভাবে গড়ে উঠা শালবন কেটে বিদেশি বৃক্ষ রোপণ করা হচ্ছে। ওইসব বৃক্ষের বাগান যুগ যুগ ধরে কৌশলে রাজনৈতিক ও প্রভাবশালীদের নামে বরাদ্দ দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন