জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন, গণগ্রন্থাগার এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তিনজন লেখক-সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোনা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেলুয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন হোসাইন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, এআর এফবির চেয়ারম্যান দিলওয়ার খান, লেখক সঞ্জয় সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিল্পী দাস, জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেব শংকর রায় এবং হাওর গবেষক ইকবাল হোসেন।
পরে এআরএফবি গ্রন্থাগার থেকে সাংবাদিকতায় খলিলুর রহমান শেখ ইকবাল, লেখক ও কবি এমদাদ খান এবং লেখক খোরশেদ আলী তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ