নাটোরে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাফ রাস্তায় এসব নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় এই মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই