বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মোশারফ হোসেন (৪৫)। তিনি ভোলা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালবাড়ি এলাকার মৃত কায়সার আহম্মেদের ছেলে এবং মাদক মামলার আসামি ছিলেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ১০ নভেম্বর থেকে ভোলা কারাগারে বন্দি ছিলেন মোশাররফ।
গত ৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অধীনে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশারফের লাশ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই