বাগেরহাটে প্রথম করোনা টিকা নিলেন জেলার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। রবিবার সকাল দশটা পঁচিশ মিনিটে বাগেরহাট সদর হাতপাতালে প্রথম করোনা টিকা নেন বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। প্রথম টিকাটি সিনিয়র স্টাফ নার্স শামীম আরা খানম জেলা প্রশাসককে টিকা দেন।
বাগেরহাট সদর হাতপাতালে এরপর পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো. শরিফুল ইসলাম, সদর হাসপাতারের চিকিৎসক, নার্স, সংবাদ কর্র্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার ২শ জন এই টিকা গ্রহন করেছেন।
রবিবার সকাল দশটা পঁচিশ মিনিটে একযোগে বাগেরহাট জেলার ৯টি উপজেলার ১১০টি বুথ থেকে করোনা টিকা প্রদান কার্যক্রমের শুরু হয়। বাগেরহাট জেলার এসব করোনা টিকা প্রদান বুথে অভিজ্ঞ টিকা প্রদানকারী ২২০ জন স্বাস্থ্য কর্মীসহ ৪৪০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। প্রথম ধাপে এই জেলায় ৪৮ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন