ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি সেবীদের হাতে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর