কক্সবাজারে শিশু বলাৎকারের দায়ে মনছুর আলম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মৌলভী মনছুর আলম (৪০) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার