মাদারীপুরের শিবচরে একই রাতে স্বর্ণের দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার অত্যন্ত জনবহল চাঁন্দেরচর বাজারের এ ঘটনা ঘটে। বাজারের প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন দুর্ধষ চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে।
সিসি টিভির ফুটেজ থেকে দেখা যায়, দোকানের বাহির থেকে তালাবদ্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘসময় ধরে চুরি সম্পন্ন করে একই কৌশলে দোকান থেকে বের হয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। অত্যন্ত জনবহল বাজারটিতে প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।
চোর চক্রটি চাঁন্দেরচর বাজারের জামাল স্টোর মা জুয়েলার্স ওয়ার্কসপ ,বিষ্ণু স্বর্ণকারের দোকান, মিজানের কসমেটিকের দোকানসহ চারটি দোকান থেকে নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে। চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে।
শিবচর থানার অফিসার ইচার্জ মো. মিরাজ হোসেন বলেন, চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ