হবিগঞ্জের মাধবপুরে ভ্যান গাড়িতে গাছ লোড করার সময় চাপা পড়ে শাহাবুদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পেশায় ভ্যান চালক বলে জানা গেছে। গতকাল দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা গ্রামে বাসিন্দা।
জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল এলাকায় ভ্যান গাড়িতে গাছ লোড করছিলেন তিনি। এ সময় তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        