রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার উপর দিয়ে প্রবাহমান পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলে হিরু হলদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, বড় ধরনের বাগাড়ই মাছের সন্ধায় জেনে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মে. শাজাহান মিয়া ১ হাজার ২০০টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন। পরে বিকেলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা নদীতে বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে কেউ বড় মাছ পেলে আমরা সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করি। আজ সোমবার যে মাছটি পাওয়া গিয়ে সেটা পদ্মা-যমুনার মোহনা থেকে পাওয়া গেছে। এখানের মাছ অনেক সুস্বাদু বলে দাম একটু বেশি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ