দিনাজপুরের নবাবগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু মো. সাগরকে (১৬) হেফাজতে নিয়েছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংসের ঘাট গ্রাম থেকে হেফাজতে নেয় পুলিশ।
মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মো. সাগর (১৬) নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (কাইদারঘোনা) গ্রামের মো. মোস্তফার ছেলে।
মামলার তদন্তকারী অফিসার এস আই মো. আনোয়ারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিশু সাগরকে হেফাজতে নেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে হেফাজতে নিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার