কুড়িগ্রাম স্টেশন ক্লাবে বুধবার সন্ধ্যায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এক মাসব্যাপি লীগ ও নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৪০ জন প্রতিযোগী ৪টি ক্যাটাগরীতে খেলায় অংশগ্রহণ করে।
ক্রীড়া অনুষ্ঠান শেষে বুধবার রাতে সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইলিয়াস আহমেদ (বিসিএস শিক্ষা) ও উপজেলা সমাজসেবা কর্মকতা শরিফুল ইসলাম এবং রানার্স আপ হন জনকণ্ঠের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ ও জহুরুল ইসলাম হীরা (বিসিএস শিক্ষা)।
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন