গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ খোরশেদ আলম নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ।
তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ এলাকার মৃত মানিক মিয়ার ছেলে খুরশিদ আলম (৩৫)। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মৌচাক জামতলা এলাকায় একটি ছয়তলা ভবনের গেটের সামনে থেকে ইয়াবা বিক্রি করার সময় খোরশেদ আলম নামে ওই ব্যক্তিকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মফিজুর রহমান জানান, আসামি খোরশেদ আলমকে বুধবার দুপুরে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর