মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ঝরণা নামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝরণা চেংগাড়া গ্রামের পূর্বপাড়ার আনারউদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঝরণার ভাই আমিরুল ইসলাম সুফল বাড়ির পাশে গাফফারি আবুজার এর পুকুরে তার বোনের দেহ ভেসে থাকতে দেখতে পান। এসময় ঝরণার পরিবার তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন