কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মুসলিম পাড়া গ্রামে আগুন লেগে তিনটি বসত ঘর পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আগুনের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদকর্মী সাদিয়া পারভীন অনন্যা জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আব্দুর রহমানের ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথেই পাশের আব্দুর রউফ ও বাচ্চু মিয়ার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে নগদ টাকা ও জিনিসপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে করিমগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ