বাগেরহাটের রামপাল উপজেলার তুলশিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেশ রায়ের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে প্রধান শিক্ষককে জবাব দিতে বলা হয়েছে ।
রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের তুলশিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী জানান, প্রধান শিক্ষক অমলেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে তার নিজের ও অন্য এক নারীর অশ্লীল ভিডিও ছবি গত ২৮ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন তার অপসারণ দাবি করে আসছেন।
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের অভিভাকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর হুমকি দিয়েছেন। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভা ডেকে এ বিষয়ে সন্তোষজনক জবাব দাখিলের জন্য সাত দিনের সময় বেধে দিয়ে প্রধান শিক্ষক অমলেশ রায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এছাড়া আমি বিষয়টি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে মৌখিক ভাবে জানিয়েছি। প্রধান শিক্ষক যথাযথভাবে নোটিশের জবাব দিতে ব্যার্থ হলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃক্ষের কারণ দর্শানো নোটিশের বিষয়ে প্রধান শিক্ষক অমলেশ রায় বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানোর জন্য একটি কুচক্রী মহল আমার ফেসবুক আইডি হ্যাক করে অপতৎপরতা চালাচ্ছে। আমি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারন ডায়রি করেছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত