ঢাকা-কিশোরগঞ্জ সড়কে গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ হোসেন (২৭) গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের হালডুবি এলাকার জজ মিয়ার ছেলে। পুলিশ বাসের চালক আবু বকরকে আটক করেছে।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, রবিবার সন্ধ্যার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকায় সিএনজি চালিত একটি অটোরিক্সা হঠাৎ ইউটার্ন নেয়। এসময় ঢাকাগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বাসটি জব্দ করে এবং চালক আবু বকরকে আটক করে। বাস চালক আবু বকর কিশোরগঞ্জ সদর উপজেলার পাবুইকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        