ঝালকাঠির রাজাপুরে ৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার রাত ১০টার দিকে রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই খোকন ও এসআই মামুন-২ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মিলবাড়ী এলাকার আল-আমীন স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ৩৩০ পিচ ইয়াবাসহ একটি মোবাইল ফোন ও ৩০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকায় বসবাস করেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেফতারকৃত মনিরকে ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        