২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৪৪

নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা চাকরি ক্ষেত্রে সকল পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করত: মর্যাদা নির্ধারণসহ সাতদফা বাস্তবায়নের দাবি জানান। তারা ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।

এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় নির্বাহী সদস্য আলমগীর কবীর সোহাগ, জেলা শাখার আহ্বায়ক আব্দুর রউফ বিপ্লব, সদস্য সচিব আরফান মিয়া, সদর উপজেলা শাখার আহ্বায়ক ফাইজুল ইসলাম সংগ্রাম, সদস্য সচিব হানিছ আহমেদ রুবেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আহ্বায়ক এনামুল হক সেলিম, সদস্য অপু সাহা, প্রশান্ত দে প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর