মানিকগঞ্জে স্কুলছাত্র রাকিব হোসেন হত্যা মামলায় শাকিল আহম্মেদ মিঠুকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। জানা যায় ২০১৮ সালের ২৭শে মার্চ রাকিবকে মাবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায় সহপাঠি মিঠু। তারপর তাকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাকিব মারা যায়। পরের দিন নিহতের বাবা মো. খলিলুর রহমান বাদি হয়ে পাঁচজনকে আসামী করে সদর থানায় মামলার দায়ের করেন। মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে বেকসসুর খালাশ প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল